Dhaka Airport fire: Fire Service
Dhaka Airport fire: Fire Service

কার্গো ভিলেজে আগুন: এবার তদন্তে ফায়ার সার্ভিস

Rate this post

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা তদন্তে এবার পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 
আগুনে জ্বলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। ফাইল ছবি

মহানগর ডেস্ক

১ মিনিটে পড়ুন

 

সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান এবং ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।


কমিটির অন্য সদস্যরা হলেন: ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন ও ঢাকা-১৯-এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন।
 

আরও পড়ুন: বিমানবন্দরসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ড নাশকতা কি না, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেন। সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় পায়ার সার্ভিস। এ ঘটনায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


এ আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।